ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রাণলায়ের নির্দেশক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে আহত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা চেক প্রদানে জন্য গফরগাঁও উপজেলা প্রশাসন এন এম আব্দুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া রাষ্ট্রীয় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে এককালীন আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
তারই অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গত (৩০, মার্চ) রবিবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত পাঁচ জনের মধ্যে চারজনকে সহায়তা চেক প্রদান করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা । পাঁচ জনের মধ্যে দুই জন এ ক্যাটাগরি দুই লক্ষ টাকা, বি ক্যাটাগরি তিনজন এক লক্ষ টাকা করে সহায়তা পান, ধাপে ধাপে আরো আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রশাসনের অফিস সহকারি আবু রায়হান,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হানিফ খান, প্রমুখ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron