জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: পদযাত্রা কর্মসূচিতে সারাদেশে জনসম্পৃক্ততার ডাক

print news
img

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে, তারা আগামী ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবে। রবিবার (৩০ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। তাই দেশের জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি নিজেই এই ঘোষণাপত্র এবং ইশতেহার দেবে।”

দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’

এ উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। নাহিদ ইসলাম জানান, “আমরা আসছি ৬৪ জেলায়, শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় এই পদযাত্রা হবে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ।”

বিশেষ দিনগুলোতে কর্মসূচি

  • ১৬ জুলাই: ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা
  • ৩ আগস্ট: শহীদ মিনারে ছাত্র-জনতার ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার’ পাঠ
  • ৫ আগস্ট: ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন

জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দেবে এনসিপি

নাহিদ ইসলাম বলেন, “বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে পৌঁছে যাবে জুলাইয়ের বার্তা। জনগণের প্রত্যাশা পূরণে আমরা নতুন রাজনৈতিক মানচিত্র তুলে ধরবো।”

এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার প্রতিবাদ জানিয়ে এনসিপি কার্যত নতুন রাজনৈতিক বিকল্পের বার্তা দিয়েছে। তাদের দাবি— দেশে কাঠামোগত পরিবর্তন আনতে হলে জনতার ইচ্ছাই হবে প্রধান ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *