জ্যৈষ্ঠের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোদ-বৃষ্টির মিশ্র আবহাওয়া দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি চলবে আগামী ৮-১০ দিন পর্যন্ত। এতে যেসব এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, সেগুলো কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বৃহস্পতিবার (১৫ মে) জানান, বর্তমানে যে রোদ ও বৃষ্টি পরপর হচ্ছে, তা আপাতত অব্যাহত থাকবে। তবে কিছু কিছু এলাকায় তাপমাত্রার বৃদ্ধি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এসব এলাকায় কিছু জায়গায় দাবদাহ কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪২ ডিগ্রির উপরে উঠলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron