ঝালকাঠি কাঠালিয়া প্রতিনিধি ||
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই ঘটনা ঘটে। আমুয়া বন্দর পরীক্ষা কেন্দ্র থেকে আমরিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়মকে নকলের অভিযোগে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।
এছাড়াও কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলার কারণে আমুয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. শামিম জমাদ্দার এবং আমুয়া চাঁদমিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলী আহম্মেদকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মো. শামীম মোল্লা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron