টি-টোয়েন্টি ক্রিকেটে এক অপ্রত্যাশিত রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের পেসার লিয়াম ম্যাককার্থি। রবিবার (১৫ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চার ওভারে ৮১ রান দিয়ে উইকেটশূন্য থেকে তিনি হয়ে উঠেছেন টেস্ট খেলুড়ে কোনো দেশের সবচেয়ে খরুচে বোলার। বল যেন কোথায় ফেলবেন, তা-ই ঠিক বুঝে উঠতে পারছিলেন না ম্যাককার্থি। তিনটি মাত্র ডট বল, সঙ্গে ৫টি ছক্কা ও ১১টি চারে তার ওভারগুলো ছিল একেবারেই ব্যয়বহুল।
এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ২৫৬ রানের বিশাল স্কোর। আয়ারল্যান্ডের হয়ে একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন ম্যাথু হামফ্রেজ, যিনি ৪ ওভারে দেন মাত্র ১৬ রান এবং নেন ২টি উইকেট। বাকি চারজন বোলারই ৫০ রানের বেশি খরচ করেন, তবে সবচেয়ে বাজে দিনটা কাটান ম্যাককার্থি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে খরুচে বোলিং আছে কেবল একটি। ২০২3 সালে জিম্বাবুয়ের বিপক্ষে গাম্বিয়ার মুসা জোবার্তেহ দিয়েছিলেন ৪ ওভারে ৯৩ রান। তবে টেস্ট খেলুড়ে দলের কারও মধ্যে এমন বাজে বোলিংয়ের নজির ছিল না—যা এতদিন ছিল শ্রীলঙ্কার কাসুন রাজিথার দখলে, যিনি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিয়েছিলেন ৭৫ রান। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন ম্যাককার্থি।
আয়ারল্যান্ডের ইতিহাসে টি-টোয়েন্টিতে আগের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি ছিল ব্যারি ম্যাককার্থির, যিনি ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে দিয়েছিলেন ৬৯ রান। সেই রেকর্ডও এখন লিয়াম ম্যাককার্থির দখলে—যা অবশ্যই তার ক্যারিয়ারের এক বিব্রতকর অধ্যায় হয়ে থাকবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron