টুঙ্গিপাড়ায় অভিনব কায়দায় ডাকাতি: এক ঘরে আগুন, অন্য ঘরে লুটপাট

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা। শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত দল প্রথমে গ্রামের ইমরান শেখের টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ আগুন দেখে গ্রামবাসী ছুটে গেলে অন্যদিকে সুযোগ নেয় ডাকাতরা। তারা পাশের প্রবাসী আফজার শেখের বাসার মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশকে খবর দিলে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

টুঙ্গিপাড়া থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। দ্রুত দোষীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *