টুঙ্গিপাড়ায় সরকারি গাছ কেটে বিক্রি: আইনের তোয়াক্কা নেই জাবের মুন্সীর

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে সরকারি জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জাবের মুন্সীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বর্নি ইউনিয়নের মুন্সী বাড়ি সড়কের পাশে সরকারি জমিতে জন্মানো একটি শিশু গাছ অনুমতি ছাড়াই কেটে স্থানীয় বাবর মুন্সীর কাছে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, কাটা গাছের চিহ্ন আড়াল করতে ঘটনাস্থলে মাটি ও ডালপালা ফেলে ঢেকে রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানার এএসআই ফয়েজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা পুলিশকে জানান, গাছটি বিক্রি করেছেন জাবের মুন্সী। সাংবাদিকদের অনুসন্ধানেও একই তথ্য উঠে এসেছে। আরও জানা গেছে, রাস্তার পাশের কয়েকটি গাছ বর্তমানে জাবের মুন্সীর দখলে রয়েছে।

এ বিষয়ে জাবের মুন্সীর স্ত্রী বলেন, “গাছ কেটেছে ঠিক, তবে বিক্রি করার কথা আমি বলিনি।” মুঠোফোনে যোগাযোগ করলে জাবের মুন্সী স্বীকার করেন, “আমি গাছ কেটে বিক্রি করেছি। যদি ফেরত নিতে হয় সরকার এসে নিয়ে যাবে। আমার গাছ আমি বিক্রি করেছি কারণ গাছটি মরে গিয়েছিল।”

তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সরকারি জমি বা রাস্তার পাশের কোনো গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত অনুমোদন কমিটির অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *