টেকনাফের উপকূলে রোহিঙ্গাবাহী ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত মরদেহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল এই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। বিজিবি জানায়, তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও এখনো নিখোঁজ রয়েছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করলেও, সিপাহি বেলাল নিখোঁজ হন।
পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়া এলাকার নাফ নদীর মোহনায় ৪ রোহিঙ্গার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা একটি শিশু ও তিন নারীর মরদেহ শনাক্ত করেন, পরে বিজিবির সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron