মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন না পেলেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে চায় ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
সূত্রগুলোর মতে, ইসরায়েল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতে বিমান হামলা ও কমান্ডো অভিযানের সমন্বয়ে গঠিত একাধিক পরিকল্পনা উপস্থাপন করেছে। এসব পরিকল্পনায় বসন্তের শেষ এবং গ্রীষ্মের সময়কে সম্ভাব্য সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে যেকোনো আলোচনা তাদের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান নিশ্চিত করতে হবে।
তবে মার্কিন অবস্থান কিছুটা সতর্ক। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসের এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিতে চান এবং স্বল্পমেয়াদে সামরিক হামলায় আগ্রহী নন।
রয়টার্সের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখেননি, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ‘তাড়াহুড়ো’ করতে চান না।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল সীমিত পর্যায়ের সামরিক অভিযানে যেতে পারে যাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা প্রয়োজন হয় না। তবে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধ তৈরি করতে পারে এবং ইসরায়েলের কূটনৈতিক অবস্থান ঝুঁকিতে ফেলতে পারে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron