মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যা হোয়াইট হাউসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ছাঁটাইয়ের পেছনে কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ না হওয়ায় প্রশাসনের ভেতরে এবং বাইরে নানা প্রশ্ন উঠেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প যাদের ছাঁটাই করেছেন, তাদের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)-এর তিনজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ব্রায়ান ওয়ালশ, টমাস বুডরি এবং ডেভিড ফিয়েথ অন্যতম, যারা এনএসসির উচ্চপদে কর্মরত ছিলেন।
সিএনএন জানিয়েছে, ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার ঘনিষ্ঠ সমর্থক লরা লুমারের সঙ্গে দেখা করেছিলেন। লুমার, যিনি অতি দক্ষিণপন্থি এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত, প্রশাসনিক কর্তাদের ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন। তার অভিযোগ, এই কর্মকর্তারা ট্রাম্প এবং তার নীতির প্রতি আনুগত্যপূর্ণ ছিলেন না। এমনকি তিনি এনএসসির বেশ কয়েকজন কর্মকর্তার নামও ট্রাম্পের হাতে তুলে দেন। এরপরই বৃহস্পতিবার ওই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।
লরা লুমার, যিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে প্রচার করতে ইচ্ছুক, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
ট্রাম্প এই ছাঁটাইয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে বলেন, "আমরা সব সময়ই এমন মানুষ সরিয়ে দিই, যাদের আমরা পছন্দ করি না, যারা আমাদের কাজে সহায়ক হতে পারে না, অথবা যারা অন্য কারও হয়ে কাজ করছেন।" তিনি লরার সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন এবং জানান, লরা শুধুমাত্র কিছু প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তা থেকে তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, তিন কর্মকর্তাকে ছাঁটাইয়ের বিষয়ে এনএসসির মুখপাত্র ব্রায়ান হিউজেস জানান, "কর্মচারীদের বিষয়ে এনএসসি কখনো সংবাদমাধ্যমে মন্তব্য করে না।" তবে, সূত্রের খবর, আরও কয়েকজন কর্মকর্তা শিগগিরই ট্রাম্পের রোষে পড়ে চাকরি হারাতে পারেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron