বিগত সরকারের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ওসি হিসেবে দায়িত্ব পালন করা ৯ পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি হওয়া পৃথক ৯টি প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—
নৌ-পুলিশের যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন,
সিআইডির মৌলভীবাজারের পরিদর্শক নুরুল ইসলাম,
টাঙ্গাইলের মধুপুর সার্কেলের পরিদর্শক আবু বকর সিদ্দিক,
ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ,
নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পরিদর্শক এস এম কামরুজ্জামান,
সিআইডি নরসিংদীর পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির,
বগুড়ার এপিবিএন-৪ এর পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন,
সিআইডি কন্ট্রোল রুমের পরিদর্শক আব্দুল লতিফ এবং
কুলাউড়া রেলওয়ে থানার পরিদর্শক মো. সেলিমুজ্জামান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron