ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব: বিএনপির আমীর খসরু

print news
img

এ বছরের ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হবে, সেগুলো আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। ফলে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকবে না।

বুধবার ঢাকায় সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এসব কথা বলেন। তিনি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ট্যারিফ নীতি এবং আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমীর খসরু বলেন, “একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। সবাই এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানিয়েছি যে, বিএনপির অর্থনৈতিক নীতি এবং নির্বাচনী রূপরেখা কী হতে পারে।”

সংস্কার প্রক্রিয়া সম্পর্কে খসরু বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব।”

তিনি আরও বলেন, “ঐকমত্যের বাইরে যেসব সংস্কার থেকে যাবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট চাইবে। নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে গিয়ে সেসব বাস্তবায়নের উদ্যোগ নেবে।”

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করে আমীর খসরু বলেন, “কমিশন বলেছে আর কোনো বড় বাধা নেই। সে হিসেবে প্রয়োজনীয় রাজনৈতিক ঐকমত্য হলে ডিসেম্বরের আগেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব।”

বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে—তারা দ্রুততম সময়ের মধ্যেই সংস্কার আলোচনায় ইতিবাচক অগ্রগতি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *