বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব দেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির প্রেসিডেন্টের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। এ সময় প্রেসিডেন্ট শেখ মোহামেদ বাংলাদেশের নতুন নেতৃত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অঙ্গীকার। আবু ধাবির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও বিস্তৃত করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। সেইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষ থেকে আমিরাতের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছাও জানান রাষ্ট্রদূত।
শান্তি ও সহযোগিতার প্রত্যাশা
মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট শেখ মোহামেদ দুই দেশের জনগণের শান্তি ও মঙ্গল কামনা করেন এবং জানান, “প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব।”
তিনি বাংলাদেশের সঙ্গে উত্তরোত্তর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে জানান, আমিরাত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়।
অবশেষে, তিনি তার শুভকামনা ও শুভেচ্ছাবার্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron