বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।
বেইজিংয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান
শনিবার সকালে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই।
প্রধান উপদেষ্টার বক্তব্য ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ড. ইউনূস এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রেস সচিবের নিশ্চিতকরণ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসকে গাউন পরিয়ে দেন। চার দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার প্রস্তুতি
প্রসঙ্গত, গত ২৬ মার্চ চার দিনের সরকারি সফরে চীন যান ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ শনিবার (২৯ মার্চ) তার দেশে ফেরার কথা রয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron