আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। ৯ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। এদিনই বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা চালু হবে।
বিনিয়োগের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী ৯০ দিনের মধ্যে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে।
স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে, যা বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহে কার্যকর ভূমিকা রাখবে।
আনুষ্ঠানিক পরীক্ষার আগে ঢাকার এক হোটেলে স্টারলিংকের ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সোমবার (২৪ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পরীক্ষার ফলাফল শেয়ার করেন।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি ছিল ২৩০ এমবিপিএস, আপলোড গতি ছিল ২০ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ মিলিসেকেন্ড। পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার সিঙ্গাপুর ও হংকংয়ে সংযুক্ত ছিল, আর ক্লায়েন্ট লোকেশন দেখানো হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
এবারের বিনিয়োগ সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনের সব ইভেন্ট স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron