ঢাকাসহ দেশের অন্তত ১৪টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়েছে, পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
প্রভাবিত হওয়ার আশঙ্কায় থাকা অঞ্চলগুলো হলো: ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট।
এদিকে, সকাল থেকেই রাজধানীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সকাল সাড়ে ৮টায়ও ঢাকার আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন ছিল, যা বৃষ্টির পূর্বাভাসকে আরও জোরালো করেছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার থাকলেও তা বেড়ে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
এছাড়া, গত রাতের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron