আজ মঙ্গলবার (২০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ (স্পার্ক) দেখা দেওয়ায় বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। এতে ২৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) সকাল ৭টার দিকে ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর বিমানের এক ইঞ্জিনে স্পার্ক দেখা দিলে পাইলট তৎপরতার সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, নিরাপদে অবতরণের পূর্বে আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি পোড়ানো হয়, যা সাধারণত জরুরি ল্যান্ডিংয়ের পূর্বপ্রস্তুতির অংশ। অবশেষে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমানের যাত্রীরা ও ক্রুরা অক্ষত অবস্থায় ফিরে আসেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা বিভাগ দ্রুত প্রস্তুতি নিয়ে অবস্থান নেয়, যার ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এভিয়েশন নিরাপত্তা বিভাগ ইতোমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। বিমানের ইঞ্জিনে সমস্যার প্রকৃত কারণ এবং যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানার জন্য ব্ল্যাক বক্সসহ যাবতীয় তথ্য বিশ্লেষণ করা হবে বলে জানা গেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron