ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক ঘোষণায় জানানো হয়েছে, আসন্ন মে মাসেই ডাকসু নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শিক্ষার্থীদের মধ্যেও এর পুনরায় নির্বাচনের ব্যাপারে গভীর আগ্রহ রয়েছে। সে অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
বলা হয়েছে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন গত বছরের ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একটি পথনকশাও প্রণয়ন করা হয়েছে, যাতে নির্বাচনের প্রস্তুতি, সময়সূচি এবং আনুষঙ্গিক প্রক্রিয়া সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
পথনকশা অনুযায়ী, মে মাসের প্রথমার্ধেই ডাকসু নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron