গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ ছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জুনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সকাল আটটা থেকে বকেয়া বেতন-ভাতার যাবি তে শ্রমিকরা আন্দোলন শুরু করে একপর্যায়ে পার্শ্ববর্তী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থানে সড়ক অবরোধ করে।
স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, শ্রমিকদের অবরোধে ওই সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron