ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বর এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়ায় পাঁচজনকে থানায় দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আটককৃতদের সবাই বহিরাগত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। বুধবার (২৯ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতা জোবায়েরের নেতৃত্বে অভিযুক্ত পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় অভিযুক্ত পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের টংগী বাড়ি এলাকার এনি, যাত্রাবাড়ি এলাকার তূর্য আহমেদ খান, বাগেরহাটের বেগমগঞ্জ এলাকার রাকিব, মাদারীপুরের ধোলাইপাড়ার আশিক এবং বরিশালের আলী হোসেন রোডের আশিক গাজী। এর মধ্যে এনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের কোর্টে পাঠানো হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron