

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং মাদক সেবনের প্রমাণ মিললে অভিভাবক উপস্থিতিতে শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে। এমন নির্দেশনা দিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপণ।
শুক্রবার জুমার নামাজ শেষে হলের মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
প্রাধ্যক্ষ বলেন, “তোমাদের কেউ একাত্তরের মুক্তিযুদ্ধ দেখোনি। কিন্তু আমরা যারা ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশের নতুন পথচলার সূচনা করেছি, তাদের কাছে ‘জুলাই অভ্যুত্থান’ যেমন গুরুত্বপূর্ণ, মুক্তিযোদ্ধাদের কাছে একাত্তরও তেমনি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “তোমাদের আচরণ প্রশংসনীয়। বিগত সময়ে যেমন তোমরা সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে, আমি তাকে হল থেকে বের করে দিয়েছি। এবার তোমাদের তথ্যের ভিত্তিতেই আমি নতুন এই সিদ্ধান্ত নিয়েছি।”
প্রাধ্যক্ষের এমন উদ্যোগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন প্রকাশ করেন। শিক্ষার্থীদের হল পরিবেশ সুন্দর ও মাদকমুক্ত রাখতে কর্তৃপক্ষ এ ধরনের কঠোর অবস্থানে যাচ্ছে বলেও জানা গেছে।