
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। ঢাকায় তিনি দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ তরিকুল শিবলী অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর পর মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ পাওয়ার পর সহকর্মী ও সাংবাদিক সমাজ শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমের বিভিন্ন পেশাজীবী সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়ে তাঁকে স্মরণ করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচনী কমিটির পক্ষ থেকে জানান হয়েছে, এই দুঃখজনক ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করছে এবং পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
তরিকুল শিবলী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে ঢাকা শহরের নানা ইস্যু, বিশেষ করে শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডের খবর পরিবেশন করতেন। তার মৃত্যু সাংবাদিক সমাজে শূন্যতার সৃষ্টি করেছে।