তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষ অন্যের অধীনে কাজ করার জন্য জন্ম নেয়নি; বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ‘ইয়ং জেন ফোরামে’ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তিনি ব্যাখ্যা করেন, টেকসই ভবিষ্যতের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ।
তিনি আরও বলেন, প্রচলিত অর্থনৈতিক মডেল, যেখানে কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণ বিদ্যমান, তা বিশ্বকে আত্মধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন। তিনি তাদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করার ওপর গুরুত্ব দেন।
ড. ইউনূস বলেন, “রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই ছোট পরিসরে শুরু করো এবং ধাপে ধাপে পরিবর্তনের সূচনা করো। বড় পরিসরে ব্যবসা শুরু করা সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে।”
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায়ে যুক্ত হতে হবে।
উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেকের ষষ্ঠ এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক পৌঁছান তিনি।
সূত্র: বাসস
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron