নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ার করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সোমবার রাজধানীতে ওলামা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খবরদার! শহীদ জিয়ার আদর্শ ও তার সন্তান তারেক রহমানকে নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। যে নেতার নেতৃত্বে গত ১৬ বছর ধরে হাজারো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, জীবন দিয়েছেন, সেই নেতাকে নিয়ে কটূক্তি সহ্য করা হবে না।”
তিনি বলেন, “তারেক রহমান কোনো স্বার্থে নয়, বরং দেশের মানুষকে মুক্তি দিতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের অধিকার রক্ষায় সকল ষড়যন্ত্র উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন।”
মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে
মিটফোর্ডে সংঘটিত ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাঁচ দিন হয়ে গেলেও কেন তাদের খুঁজে বের করা হচ্ছে না, সেটিই এখন প্রশ্ন।”
তিনি বলেন, “নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্ব হলো প্রকৃত অপরাধীদের বের করে এনে বিচার নিশ্চিত করা।”
ধানের শীষ নিয়ে কোনো আপস নয়
বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “কেউ কেউ বলছেন নির্বাচন কমিশন বদলাতে হবে, কেউ বলছেন প্রতীক পাল্টাতে হবে। আমি স্পষ্ট করে বলছি—শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা দেশের কোটি মানুষের ভালোবাসার প্রতীক।”
জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। বিএনপির প্রতীক, আদর্শ ও নেতৃত্ব নিয়ে কোনো আপস নয়। যারা চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে, তারা দেশের গণতন্ত্রবিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron