সরকারের উচ্চপর্যায়ে তিন সচিবের দপ্তর পরিবর্তন ও এক পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগে (IMED)।
অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
একইসঙ্গে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই দপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron