

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে শিডিউল চেয়ে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, “আমরা বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদী। শিডিউল চাওয়া হয়েছে, এবং যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে এটি হবে।”
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনও আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, গত মাসে বাংলাদেশ কূটনৈতিক নোট পাঠিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে।
এদিকে, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।