দীঘিনালায় দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলি, নিহত ৪

print news
img

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ি ইউনিয়নের দুলুছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনসংহতি সমিতি (জেএসএস-মুল) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলিতে ইউপিডিএফ-এর চার সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, গোলাগুলির পর দুই পক্ষ এখনও এলাকাটিতে মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

তবে ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগের অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেছেন, দীঘিনালার এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *