

ঢাকা প্রতিনিধি
রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের টানা ২০তম দিনের বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, “আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে জনগণের সামনে উপস্থাপন করতে। সকল রাজনৈতিক দলের স্বাক্ষরে এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে গড়ে তুলতে চাই। রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যেই সনদকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।”
তিনি জানান, আলোচিত ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
উদাহরণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গ তুলে আলী রীয়াজ বলেন, “এ বিষয়ে এমনভাবে উপস্থাপন করা হবে যাতে ভবিষ্যতে দেশ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর না যায়। এজন্য পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে দলগুলোর মতামতের প্রতিফলন ঘটানো হচ্ছে। প্রক্রিয়াটি অব্যাহত রেখেই দ্রুত সমঝোতায় পৌঁছাতে হবে।”