

নিজস্ব প্রতিবেদক
দুই মেয়াদের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না থাকতে পারেন—এই বিষয়ে দেশে একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “এটা নতুন কোনো প্রস্তাব নয়। বিএনপি আট বছর আগেই ‘ভিশন ২০৩০’-এ এ ধরনের সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। এখন যারা সংস্কারের কথা বলছেন, তারাও একই কথা বলছেন।”
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
নির্বাচনই প্রথম অগ্রাধিকার
সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, “আমরা বৈঠকে স্পষ্ট করেছি—এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নও বিশ্বাস করে, নির্বাচনই এখন দেশের অগ্রাধিকার। নির্বাচন ছাড়া কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত টেকসই হবে না।”
তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রস্তুতি নিয়েই সবাই এগোচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে এবং স্বচ্ছভাবে সব কার্যক্রম পরিচালিত হবে—এটাই প্রত্যাশা।”
শ্রমিক অধিকার ও বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে আলোচনা
বৈঠকে শ্রমিকদের অধিকার নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, “ইউরোপীয় ইউনিয়ন সবসময় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। তারা জানতে চেয়েছে, এ বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কী। আমরা বলেছি, আগামী দিনের সংসদে এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।”
এছাড়া বিচার বিভাগের স্বচ্ছতা, সংসদের কার্যকারিতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “ইইউ বাংলাদেশের ভবিষ্যৎ সংসদ এবং বিচার ব্যবস্থাকে সহায়তা করতে আগ্রহী। তাদের পক্ষ থেকে এটি ইতিবাচক বার্তা।”