

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে (পি.আর.এল.) যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সাতজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যাঁরা প্রেষণে বিদেশ যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল কাইউম, যিনি সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার হবেন। এছাড়া এলিশ শরমিন ব্রাজিল, ফাতেমা জোহরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, মো. আকরাম আলী তুরস্ক, মো. নাজমুল হক দক্ষিণ কোরিয়া, সাখাওয়াত হোসেন কানাডা এবং রিদওয়ানুর রহমান চীনের কুনমিংয়ে যথাক্রমে কমার্শিয়াল কাউন্সেলর ও প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার প্রত্যাশা করা হচ্ছে।