দীর্ঘ দেড় দশক পর আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
বৈঠকে অবিভক্ত পাকিস্তানের আমলে বাংলাদেশের প্রাপ্য সম্পদ ও তহবিল নিয়ে আলোচনায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সাড়ে চার বিলিয়ন ডলারের দাবির বিষয়টি উত্থাপন করবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। এই অর্থের মধ্যে রয়েছে তহবিল, প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্রসহ নানা খাত থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও ঐতিহাসিক ও অনিষ্পন্ন বিষয়গুলো উঠে আসবে। উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল ২০১০ সালে, অর্থাৎ প্রায় ১৫ বছর আগে।
বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ গতকাল (বুধবার) ঢাকায় পৌঁছান। আজ সকালে তিনি বৈঠকে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকায় আসার পর তিনি পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি ব্যবসায়ী এবং বিভিন্ন খাতের স্টেকহোল্ডারদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron