

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবননতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার দুপুর ১২ টার দিকে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের সামনের সড়কে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা , পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান নাইম, যুগ্ম আহবায়ক ইমন মাহমুদ ।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয় , ছাত্রদল নেতা শাওন মড়ল, ছাত্রদল নেতা মিনহাজ, ছাত্রদল নেতা শোয়েব আহমেদ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ফয়সাল ।
ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম মাহিদ, ছাত্রদল নেতা ফাহিম , ছাত্রদল নেতা নীরব, ছাত্রদল নেতা তোফায়েল, ছাত্রদল নেতা আলিফ, ছাত্রদল নেতা তাওহিদ, ছাত্রদল নেতা মারুফ, ছাত্রদল নেতা জাওয়াদ সহ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা, দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। এ সময় মানববন্ধনে ছাত্রদলের সাথে সাধারণ ছাত্র /ছাত্রী অংশ গ্রহন নেয়।