দেশের পরিস্থিতি নিয়ে ১০ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

print news
img

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তেজনা ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনার অংশ হিসেবে আজ (বুধবার) বিকাল ৩টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য়।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো হলো—রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি ও গণফোরাম।

এর আগে মঙ্গলবার রাতে ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় কমিউনিটি পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ধারাবাহিক এ সংলাপের উদ্দেশ্য, একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় ও জাতীয় ঐকমত্য গঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *