দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

print news
img

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সামরিক কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২২ জুন) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌ-বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ নৌ-বাহিনী অত্যন্ত সুসজ্জিত ও পেশাদার একটি বাহিনী। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা এবং সমুদ্রপথে অপরাধ দমন ও সুশাসন প্রতিষ্ঠায় বাহিনীটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।”

অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন এবং নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুনের সশ্রদ্ধ সালাম গ্রহণ করেন। এরপর দীর্ঘ প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এই অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *