শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ইফতারের পর প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিলটি শুরু করে। মিছিলটি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তারা আওয়ামী লীগের তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন:কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা জানান, ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়েছিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron