

রাজধানীর ধানমন্ডি থানাধীন মিরপুর রোড এলাকায় নুরুল হক (৬০) নামে এক অটোরিকশাচালককে মাথায় আঘাত করে তার বাহনটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে (১৭ জুলাই) আনুমানিক সাড়ে ৩টার দিকে ধানমন্ডির মোহাম্মদপুর রোড এলাকায়। ওই সময় একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে নুরুল হকের ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে আহত নুরুল হককে উদ্ধার করেন তার পূর্ব পরিচিত আসিফ শেখ। তিনি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে আহত নুরুল হক চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা গেছে, নুরুল হক ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তার পিতার নাম আব্দুল হাকিম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।