এস এম সালমান হৃদয়, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমরাপাড়া ছোট কালিপাড়া গ্রামে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাহালু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর আলম কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোঃ বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু হাসানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা জনগণের দোরগোড়ায় বিএনপির নীতি-আদর্শ তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron