

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয় পাথরবোঝাই আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই এক হেলপার নিহত হন এবং চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি বালুবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় রাজশাহী অভিমুখে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত চালককে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠানো হয়। নিহত হেলপারের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি; পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।