

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেশ ও প্রবাসের সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আবহমানকাল ধরে পহেলা বৈশাখ জাতির জীবনে বারবার ফিরে আসে তার রূপ ও বৈচিত্র্য নিয়ে। এই উৎসব আমাদের প্রাণের উচ্ছ্বাস, সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।”
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “নববর্ষ শুধু সময়ের পালাবদল নয়, এটি জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান। সুদূর অতীত থেকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে উঠেছে এক শক্ত ভিত্তির উপর, যার মাধ্যমে গড়ে ওঠে একটি সুসংগঠিত জাতি।”
তারেক রহমান আরও বলেন, “প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের স্মৃতিচারণায় অনুপ্রাণিত হয়ে আমাদের ভবিষ্যতের পথচলায় আশাবাদ জোগায়। এখন সময় এসেছে সংস্কৃতি, ঐতিহ্য ও বহুমতের সহাবস্থানের ভিত্তিতে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার।”
তিনি বলেন, “১৪৩১ সালের নানা ঘটনা ও চ্যালেঞ্জ পেরিয়ে আমরা আজ নতুন বছরের প্রভাতে উপস্থিত হয়েছি। বিশ্বজুড়ে চলছে সংঘাত, রক্তপাত ও অস্থিরতা। এখন দরকার নিঃস্বার্থ সমাধান ও শান্তিপূর্ণ সহাবস্থান—শুধু স্বার্থপরতা নয়। তবেই শান্তির প্রতীক্ষা দীর্ঘ হবে না, রক্তপাত বন্ধ হবে।”
নববর্ষে জাতির প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “চলুন আমরা অতীতের হতাশা, ক্লান্তি আর গ্লানিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। নতুন বছরের সূর্যোদয়ে যেন আমাদের জাতীয় চেতনাও নতুন উদ্যমে জেগে ওঠে।”