ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জুন) মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল এই অভিযান চালায়।
ডিবি সূত্র জানিয়েছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতারের পর তাকে কোথায় নেয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron