নয় বছর পর জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফের ইসির ওয়েবসাইটে

print news
img

দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফের সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসির নিজস্ব ওয়েবসাইটে দলটির নামের পাশে প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রদর্শিত হয়।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করে জামায়াতের নামের পাশে প্রতীকটি যোগ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের পর নির্বাচন কমিশন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি নির্বাচনি বিধিমালা থেকে বাদ দিয়ে ওয়েবসাইট থেকেও সরিয়ে নেয়। এরপর ২০১৮ সালে ২০১৩ সালের হাইকোর্টের রায়ের ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করে ইসি, এবং ওয়েবসাইট থেকে নামও মুছে ফেলা হয়। ফলে জামায়াতের ১৪ নম্বর ক্রমিক ঘরটি এতদিন ফাঁকা ছিল।

তবে সাম্প্রতিক এক আদালতের আদেশে নির্বাচন কমিশন আবারও দলটির নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আদালতের নির্দেশেই প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘দাঁড়িপাল্লা’ এখন আবার বিধিমালায় যুক্ত করা হয়েছে এবং এতে কোনো আইনগত বা প্রশাসনিক জটিলতা নেই বলে কমিশন মনে করে।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, কারণ দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর নির্বাচন কমিশনের তালিকায় আনুষ্ঠানিক প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *