ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি নসরুল হামিদকে ‘সর্বকালের সেরা বিদ্যুৎ চোর’ হিসেবে অভিহিত করেন।
ফেসবুক পোস্টে নাজমুল অভিযোগ করেন, দলের ভেতরের কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি লিখেন, “যারা লুটপাট করে দলটাকে শেষ করে দিয়েছে, রাজনীতিকে রসিকতার জায়গায় নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বললেই একদল বলছে—এখন ঐক্যের সময়, এসব লেখা যাবে না।”
নাজমুল দাবি করেন, বিদ্যুৎ খাতে কৃত্রিম লোডশেডিং তৈরি করে একটি বিশেষ মহল নিজেদের নিয়ন্ত্রিত ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করেছে। তার ভাষায়, “প্রধানমন্ত্রীর বিদ্যুৎ খাতে উন্নয়নের প্রচেষ্টা ব্যর্থ করার উদ্দেশ্যে বিদ্যুৎ চোরদের সিন্ডিকেট কাজ করেছে।”
তিনি আরও বলেন, “নসরুল হামিদ একজন ধনীর সন্তান হওয়ায় প্রধানমন্ত্রী মনে করেছিলেন তিনি দায়িত্ববান হবেন, দুর্নীতি করবেন না। কিন্তু তিনি সেই আস্থার প্রতিদান দিতে পারেননি।”
নাজমুল তার স্ট্যাটাসে ব্যক্তিগতভাবে প্রতিমন্ত্রীর পরিবারের জীবনযাপন, রাজনৈতিক ভূমিকা এবং স্থানীয় রাজনীতির অবস্থা নিয়েও সরব হন। তিনি লেখেন, “বিপুর সন্তানরা বিলাসবহুল জীবন যাপন করছে, আর আমরা সন্তানদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি।”
স্থানীয় রাজনীতিতে প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাজমুল। তিনি দাবি করেন, “বিপু নিজ এলাকায় কার্যত অকার্যকর। তার হয়ে রাজনীতি চালাচ্ছেন অন্যজন। অথচ স্থানীয় জনপ্রিয় নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে।”
পোস্টের একপর্যায়ে নাজমুল উল্লেখ করেন, তিনি সবসময় দলের ভেতরের অন্যায়-অবিচারের প্রতিবাদ করে এসেছেন এবং করবেন। দলনেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত থেকে রাজনীতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “নেত্রী যতদিন থাকবেন, রাজনীতি করব। নেত্রী না থাকলে রাজনীতিতেও থাকব না।”
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য উদ্ধৃত করে লেখেন, “এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়—এই কথাটি আমি শতভাগ বিশ্বাস করি।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron