“নাগরিক পদক ২০২৫” ঘোষণা করল ডিএনসিসি, সম্মাননা পাবেন ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

print news

iomg

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তুলতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নাগরিক ও প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতে “নাগরিক পদক ২০২৫” প্রদান করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিএনসিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদকের ঘোষণা দেন কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রথমবারের মতো দেওয়া হতে যাওয়া এই পদকের লক্ষ্য হলো নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা। “আমার শহর, আমার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজনের মাধ্যমে ডিএনসিসি একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে চায়।

প্রশাসক বলেন, “নাগরিক উদ্যোগ, পরিবেশবান্ধব চিন্তা ও সামাজিক দায়িত্ববোধকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে একটি টেকসই নগর ভবিষ্যৎ গড়া সম্ভব।” তিনি জানান, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, সামাজিক উন্নয়নসহ যেকোনো ইতিবাচক পরিবর্তনের চালকগণই নাগরিক পদকের প্রকৃত দাবিদার। শুধু সম্মান জানানোই নয়, ভবিষ্যতে তাঁদের সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও যুক্ত করা হবে।

“নাগরিক পদক ২০২৫” এ মোট ৬টি বিভাগে ৩০ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি উদ্যোগ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা, মিডিয়া/কনটেন্ট নির্মাতা এবং উদ্ভাবক/স্টার্ট-আপ—এসব খাতের সংশ্লিষ্টরা মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। চলতি জুলাই মাস থেকেই ডিএনসিসির অফিসিয়াল ওয়েবসাইটে মনোনয়ন গ্রহণ শুরু হবে। মনোনয়নপত্রে প্রকল্পের বিবরণ, ছবি ও ভিডিও যুক্ত করে আবেদন করতে হবে।

আবেদনের প্রাথমিক যাচাই-বাছাই করবে একটি স্ক্রুটিনি কমিটি এবং এরপর অভিজ্ঞ জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করবে। জুরি বোর্ডে থাকবেন নগর পরিকল্পনাবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ, মিডিয়া প্রতিনিধি এবং ডিএনসিসির একজন সাবেক কর্মকর্তা। স্বচ্ছতা বজায় রাখতে সব তথ্য ও সংশ্লিষ্ট সদস্যদের পরিচয় ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পুরস্কার হিসেবে থাকবে সিটি কর্পোরেশনের স্বীকৃত সনদপত্র, একটি সম্মানসূচক ক্রেস্ট ও মেডেল এবং প্রতীকী আর্থিক সম্মাননা। বিজয়ীদের কর্মকাণ্ড ও অবদান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করবে ডিএনসিসি, যাতে তারা সমাজে উদাহরণ হয়ে উঠতে পারেন।

এ পদকের জন্য যে কোনো বয়স, পেশা বা লিঙ্গের বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। তবে সক্রিয় রাজনীতিক বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনীত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

ডিএনসিসি নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে— “আপনার দায়িত্বপূর্ণ কাজকে তুলে ধরুন, সমাজের জন্য আপনার অবদানকে সম্মানিত করুন। নাগরিক পদক ২০২৫ সেই সম্মান, যেখানে দায়িত্ব থেকেই গড়ে ওঠে গৌরব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *