
নাটোর প্রতিনিধি ||

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মীদের ওপর গুলি চালিয়েছে। এতে বিএনপি কর্মী সুজাতসহ পাঁচজন আহত হন।
জানা গেছে, রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় গুলিবিদ্ধ সুজাত (২৭) বলেন, “ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের কর্মীরা গুলি চালায়, এতে আমি আহত হই।” এছাড়াও আহত অন্য চারজন হলেন ইয়াজউদ্দিন মন্ডল (৭৩), জিয়া (৪৫), মহসিন (২৮) ও ছাব্বির (২৪)। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত সুজাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি ও মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিএনপি নেতারা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা ও গুলি চালানোর অভিযোগ তোলেন। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, “সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নয়জনকে আটক করেছে। লালপুর থানার ওসি নাজমুল হক জানান, “সংঘর্ষের ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, ঘটনার প্রতিবাদে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে আগামীকাল (১ এপ্রিল) বিকেল ৪টায় রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।