

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাইতে গেলে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে তানভীর রশিদ মজুমদার নামে ১ ঠিকাদার।
জানা যায়, নারায়ণগঞ্জের এলজিইডি ঠিকাদারি ও নানা কাজের অনিয়মের অভিযোগ রয়েছে তানভীরের নামে। অপর দিকে বিবাদী সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদরাসা রোড ২নং ওয়ার্ড বাসিন্দা হারুন অর রশীদ মজুমদারের ছেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে ঠিকাদারি করে অবৈধ অর্থ উপার্জন করে যেন রাতারাতি আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রশাসনের নাম ভাঙ্গিয়ে, এসপি ডিসির নাম ভাঙ্গিয়ে, বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে অবৈধ অর্থ হাতিয়ে নেন। গত ১০ বছরে তিনি ১০ তলা দুইটি অ্যাপার্টমেন্ট তার বড় বোনের নামে একটি ১০ তালা অ্যাপার্টমেন্ট, ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে তার অফিস তার এই অবৈধ টাকার জোরে সে তার নিজ এলাকায় সানারপাড় মিজমিজি তে সাধারণ মানুষকে মানুষ মনে করেন না। সকলের সাথে পশুর আচরণ করেন ও এলাকায় প্রভাব বিস্তার করে। ফারুক নামে মুন্সীগঞ্জের এক ব্যক্তি ২২ লাখ টাকা পাওনাদার বাদী হয়ে রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী মুন্সীগঞ্জ জেলার চিতলিয়া চর আব্দুল্লাহপুর গ্রামের মৃত ওহাব আলী বেপারির ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, মামলার বাদী ফারুকের সাথে ব্যাবসায়িক সম্পর্কে তানভীর ৩টি ড্রেজার গাড়ী ভাড়ায় দিবে বলে তেল খরচ সহ সাড়ে ৪ লাখ টাকা নেয়, এর পর পর্যায়ক্রমে ৭ লাখ ফুট বালু বলগেটের মাধ্যমে নেয়। আড়া’ই টাকা ফুটে বালুর মূল্য সাড়ে ১৭ লাখ টাকা হয়। মোট ২২ লাখ টাকা আটকে দিয়ে, বর্তমানে টাকা পয়সা দিবেনা বলে প্রাণে মেরে ফেলার ও জীবন নাশের হুমকী দেওয়ার অভিযোগ করেছেন বাদী ফারুক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিডিসি ক্রাইম বার্তা’কে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবো।