নারীর অধিকার ও ক্ষমতায়নে ৪৩ দফা সুপারিশ: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন

print news
img

নারীর অধিকার, সমতা ও সুরক্ষা নিশ্চিত করতে নারীবিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিবেদনে বলা হয়, সংবিধান, আইন এবং নারীর অধিকার—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে কমিশন তাদের সুপারিশ তৈরি করেছে। এখানে নারীর সমতা ও নিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন ও জাতীয় সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিশনের কাজের অংশ হিসেবে ৪৩টি বৈঠক এবং ৩৯টি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় নারী অধিকারকর্মী, উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন, পাহাড় ও সমতলের আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া, অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে ৯টি যৌথ সভাও অনুষ্ঠিত হয়। এসব সভা ঢাকার বাইরে চট্টগ্রাম, রাঙামাটি, খুলনা, শ্রীমঙ্গল, রংপুর ও ময়মনসিংহেও আয়োজিত হয়।

প্রতিবেদনে উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে: নারী ও মেয়ে শিশুর সুরক্ষা, জনপরিসরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জনপ্রশাসনে নারীর সক্রিয় ভূমিকা, শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সব বয়সী নারীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা, শ্রম ও কর্মসংস্থান বাড়ানো এবং নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা।

এছাড়া টেকসই সামাজিক সুরক্ষার মাধ্যমে দারিদ্র্য হ্রাস, গণমাধ্যমে নারীর ইতিবাচক চিত্রায়ণ, ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি, এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় নারীর অংশগ্রহণের বিষয়গুলোও কমিশনের সুপারিশে উঠে এসেছে।

কমিশন তাদের সুপারিশ প্রণয়নের সময় দেশের সংবিধান, বিদ্যমান আইন, নীতি, প্রতিষ্ঠান ও কার্যক্রমকে বিবেচনায় নিয়েছে। বাস্তবায়নের সময়সীমা দুটি ভাগে করা হয়েছে— একটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গ্রহণযোগ্য পদক্ষেপের জন্য, অন্যটি পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর নারী সংগঠন ‘নারীপক্ষ’র প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *