নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আজ (শনিবার) নিজেদের ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। চলমান বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টে টেবিলের দুই নম্বরে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলেই ৮ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নিগার সুলতানা জ্যোতির দলের।
বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছিল টাইগ্রেসরা। থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে শক্ত অবস্থান গড়ে তোলে তারা। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ২২৭ রান করেও ক্যারিবিয়ানদের থামাতে পারেনি তারা। আজকের ম্যাচটি তাই ‘ডু অর ডাই’ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে পাকিস্তান ইতোমধ্যেই তাদের চারটি ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাই গ্রুপের বাকি একটি স্থান নিয়ে লড়াই চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আজকের দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায়, তবে আর কোনো সমীকরণই বাকি থাকবে না—তখনই নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজের মেয়েদের বিশ্বকাপ যাত্রা। বিকেলে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি তখন গুরুত্ব হারাবে। তবে বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচের দিকেই।
সব মিলিয়ে নারী ক্রিকেটে বাংলাদেশের জন্য এটি হতে পারে ঐতিহাসিক এক দিন। জয় পেলে নিশ্চিত হবে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিশ্বকাপে সরাসরি জায়গা, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron