

আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের মাধ্যমে বিশ্বকাপের আরও একধাপ কাছে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৩ এপ্রিল) পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৬ রানের পাহাড়সম স্কোর গড়ে টাইগ্রেসরা, যা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওপেনিংয়ে ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি ৩৫ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ১৪ রানে ইশমা বিদায় নেন। এরপর উইকেটে আসেন শারমিন আক্তার। পিংকি ও শারমিনের জুটি দলকে নিয়ে যায় ভালো অবস্থানে।
পিংকি করেন ৬৭ বলে ফিফটি, শেষ পর্যন্ত ৮০ রানে আউট হন। শারমিন করেন ৫৭ রান। এরপর অধিনায়ক নিগার সুলতানা খেলেন ৮৩ রানের ঝড়ো ইনিংস, যা দলের সংগ্রহ বড় করতে বড় ভূমিকা রাখে।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১১০ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেট। যদিও চ্যাটার্জি ও স্লেটারের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। স্কটিশ দল থেমে যায় ৩৪ রানে হারে।
এই জয়ে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ।