

অন্তর্বর্তী সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১৫ দফা সুপারিশ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একটি ফেসবুক পোস্টে তিনি সুপারিশগুলোর কিছু অংশকে “গর্হিত” ও “ধর্মীয় মূল্যবোধবিরোধী” আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে যখন নৈতিক অবক্ষয়ের কারণে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে, তখন সংস্কারের নামে এমন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে যা সমাজকে আরও অস্থির করে তুলবে।
তিনি বলেন, “কিছু সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, এসব সুপারিশ সকল ধর্মের মূলনীতিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন—বাংলাদেশের জনগণ এ ধরনের সুপারিশ এক বাক্যে প্রত্যাখ্যান করবে।
উল্লেখ্য, নারী বিষয়ক সংস্কার কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দেয়, যেখানে ১৫টি প্রস্তাবনা রাখা হয়। এসব সুপারিশের উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। তবে সুপারিশগুলোর মধ্যে কিছু বিষয়ে স্পষ্ট করে না বললেও, ধারণা করা হচ্ছে এগুলো ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক—এমন ধারণাই তৈরি হয়েছে কিছু মহলে।
সরকারি মহলে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে এই বিতর্ক তীব্র হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আগামীতে আরও রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।