

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে এই বৈশ্বিক মহাকাশ সহযোগিতা চুক্তিতে যুক্ত হলো।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, “এই চুক্তি মহাকাশ গবেষণায় বাংলাদেশকে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।”
চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত
এই চুক্তির ফলে বাংলাদেশ নাসা ও অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ পাবে। প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, “এই অ্যাকর্ডস মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহারে একটি আন্তর্জাতিক নির্দেশিকা হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের জন্য অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় অংশগ্রহণের পথ খুলে দেবে।”
স্পারসোর সক্ষমতা বাড়ানোর সুযোগ
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-র সক্ষমতা বাড়াতেও এই চুক্তি সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটির মাধ্যমে স্পারসো নাসার সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের সুযোগ পাবে।
আন্তর্জাতিক মহাকাশ জোটে বাংলাদেশ
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।
চুক্তিটি বাংলাদেশের জন্য প্রযুক্তি, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।